Header Ads

Current Affairs Bangladesh (April 2019)

কারেন্ট অ্যাফেয়ার্স (সাম্প্রতিক তথ্যঃ এপ্রিল মাস)

আমাদের এই পর্বে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল সংখ্যা থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। বিসিএস ব্যাংক কিংবা অন্যান্য সরকারি চাকরির সাধারণ জ্ঞান অংশের প্রস্তুতির জন্য খুব শীঘ্র এপ্রিল সংখ্যার পিডিএফ আপলোড করা হবে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।

Current Affairs April 2019


# দেশে বর্তমানে (৪ মার্চ ২০১৯) মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কত? ১,৩৪,১৪৭টি (সরকারি ৬৫,৫৯৩টি)
# বর্তমানে দেশে মোট পাটকল সংখ্যা কতটি? ৩১৪টি (সরকারি ৩১৪টি, বেসরকারি ২৮১টি)
# দেশে একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানির নাম কী? গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (GTCL)
# দেশে গ্যাস বিতরণ কোম্পানি কতটি? ৬টি (তিতাস,বাখরাবাদ, জালালাবাদ, কর্ণফুলী, সুন্দরবন ও পশ্চিমাঞ্চল)
# দেশের বৃহত্তম গো-চারণভূমি কোথায় অবস্থিত? সিরাজগঞ্জের শাহজাদপুরে (আয়তন ১২০০ একর)
# দেশের প্রথম নারী সম্পাদক কে? ঊর্মিলা সিংহ (তিনি কুমিল্লা থেকে প্রকাশিত ১৮৯৬ সালে 'ত্রিপুরা হিতৈষী'পত্রিকার সম্পাদক ছিলেন)
# 'The Marriage Contract & Exhale (শ্বাসত্যাগ) নামক গ্রন্থ দুটির লেখক কে? বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক "তারা আহমেদ"।
# ১৫ মার্চ ২০১৯ এশিয়া-প্যাসিফিক ডেমোক্র্যাট ইউনিয়ন (APDU)'র পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল? বাংলাদেশ জাতীয়বাদী দল(BNP)
# বর্তমানে(২০১৮-১৯) দেশের মাথাপিছু আয় কত? ১৯০৯ মার্কিন ডলার
# বাংলাদেশে ব্রিটিশ ও পাকিস্তান আমলে প্রণীত কতটি আইন চালু রয়েছে? ৩৭৮টি
# দেশের প্রথম পাতাল রেল হবে কোন রুটে? বিমানবন্দর-কমলাপুর রুটে (দৈর্ঘ্য হবে ১৯.৮৭ কি.মি)# দেশে ইলিশ অধ্যুষিত জেলা কতটি? ৩৬টি
# "জাটকা" কাকে বলে? ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশের পোনাকে জাটকা বলা হয়। (পূর্বে ছিল ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার)
# "জাগ্রত ৭১"ভাস্কর্য কোথায় অবস্থিত? দামপাড়া পুলিশ লাইন,চট্টগ্রাম।
# "মুক্তমঞ্চ,স্বাধীনতা সোপান"কোথায় অবস্থিত? সাঁথিয়া,পাবনা।
# শেখ হাসিনা নকশিপল্লি কোথায় অবস্থিত? জামালপুর।
# বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে? ডেভিট ম্যালপাস
# যুক্তরাষ্ট্র বর্তমানে কতটি দেশকে GSP সুবিধা দেয়? ১২০টি
# বিশ্বের শীর্ষ "কিসমিস"উৎপাদনশীল দেশের নাম কী? তুরস্ক
# ভারতের প্রথম লোকপাল কে? সাবেক বিচারপতি পিনাকীচন্দ্র ঘোষ
# সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি প্রাসাদের নাম কী? কাসর আল ওয়াতান
# বর্তমানে আইন শাসনে শীর্ষ দেশের নাম কী? ডেনমার্ক (সর্বনিম্ন ভেনিজুয়েলা, বাংলাদেশ ১১২তম)
# বর্তমানে মানব পুঁজি সূচকে শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর (সর্বনিম্ন শাদ, বাংলাদেশ ১০৬তম)
# গানের পাখিখ্যাত সংগীত শিল্পীর নাম কী? শাহনাজ রহমতুল্লাহ (১৯৫২-২০১৯)

আরও দেখুনঃ https://www.bdj0bs.com/2019/03/current-affairs-march-2019.html

Powered by Blogger.